এএফপি
১৩ জানুয়ারি ২০১৮,শনিবার, ১৫:৪৭
আগামী মাসে লন্ডন সফর করবেন না ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লন্ডন সফর বাতিলের জন্যে ব্রিটিশ সরকার গণবিক্ষোভের হুমকিকে দায়ী করেছে। এ ব্যাপারে সরকার সতর্ক করে বলেছে, হোয়াইট হাউসের সমালোচনা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন দূতাবাস খুলতে মার্কিন প্রেসিডেন্ট লন্ডন সফর করতে চেয়েছিলেন। কিন্তু শুক্রবার তিনি তার এ সফরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান।
ট্রাম্প বলেন, তিনি আগামী মাসে লন্ডন সফরে যাচ্ছেন না। কারণ যুক্তরাষ্ট্রের নতুন দূতাবাস ভবনের স্থান ও ব্যয় তার পছন্দ হচ্ছে না।
তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জানান, ব্রিটেনে ট্রাম্প বিরোধীদের অবস্থানের কারণে দ্রুত এমন সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে তিনি সতর্ক করে বলেন, এ ধরণের সমালোচনা এ দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে হোয়াইট হাউস সফর করার সময় এক বছর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ট্রাম্পকে লন্ডন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।