নয়া দিগন্ত অনলাইন
১৩ জানুয়ারি ২০১৮,শনিবার, ১৪:৪৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮,শনিবার, ১৪:৪৮
ভারতের রাজস্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। রাজস্থানের রাজধানী জয়পুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সিনহুয়া এ কথা জানিয়েছে।
পুলিশ বলছে, জয়পুরের বিদ্যানগর এলাকায় স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে একটি বাড়িতে আগুন লাগলে একই পরিবারের পাঁচজন মারা যান।
এলাকাবাসী জানায়, তারা সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বাড়িতে ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তিন ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।