সোহেল রানা
১১ জানুয়ারি ২০১৮,বৃহস্পতিবার, ০০:০০
কে আগে ভাই? মুরগি না ডিম
বলতে পারেন তা কি
মুরগি থেকে ডিম হয় আবার
ডিমেই মুরগি নাকি!
একটু ভেবে দেখলে মাথা
যায় না তো ঠিক রাখা
ডিম আগে না মুরগি আগে
বললে দিবেন টাকা?
জানলে বলুন টাকা ছাড়ায়
ইচ্ছে হলে দাদা
বিশ্বে এটাই সবচে’ বেশি
কঠিনতম ধাঁধা।
বলছি শুনুন মন দিয়ে আজ
জবাব আছে জানাÑ
ডিমের আগেই মুরগি এসে
পেড়েছে ডিমখানা।