চট্টগ্রাম ব্যুরো
১১ জানুয়ারি ২০১৮,বৃহস্পতিবার, ০০:০০
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (আইসিআরআইসিই)’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন আগামীকাল শুক্রবার থেকে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ইনস্টিটউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সহযোগিতায় আইইবি চট্টগ্রাম কেন্দ্র ও সাদার্ন ইউনিভার্সিটির মেহেদিবাগ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেস কাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রোভিসি ও কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক (প্রকৌশলী) এম আলী আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পুরকৌশল বিভাগের উপদেষ্টা ড. মোজাম্মেল হক, প্রতিষ্ঠাতা ও ট্রেজারার প্রফেসর সরওয়ার জাহান, সহযোগী অধ্যাপক অমৃতা দাশ, ড. বিজয় শঙ্কর বড়ুয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয় দুই দিনের সম্মেলনে তিনটি কি-নোট সেশন ও সাতটি টেকনিক্যাল সেশন থাকবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন সাদার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. নুরুল মোস্তফা, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাদেক মোহাম্মদ চৌধুরী, সাদার্নের প্রতিষ্ঠাতা প্রফেসর সরোয়ার জাহান।
এতে সভাপতিত্ব করবেন চুয়েটের সাবেক ভিসি ও সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পুরকৌশল বিভাগের উপদেষ্টা প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক। কি-নোট স্পিকার হিসেবে থাকছেন ভারতের আইআইটি খরগপুরের পুরকৌশল বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. বিবি পাণ্ডে, আমেরিকার শিকাগো স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. আলী নেওয়াজ ও গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটির অব টেকনোলজির প্রফেসর ড. হোসেন মোহাম্মদ শাহিন।
কর্ণফুলী টানেলের ডিজাইন এবং নির্মাণ বিষয়ে বক্তব্য দেবেন প্রফেসর ড. হোসেন মোহাম্মদ শাহীন। সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন খ্যাতিমান পানিবিশেষজ্ঞ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত।
প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদাতীরে রুইজাতীয় মাছের রেণু উৎসব
আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশ-জাতির সবাইকে এক হয়ে কাজ করতে হবে
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরাদের তালিকায় লুব-রেফ প্যাভিলিয়ন
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে চট্টগ্রামবাসী রাজপথে থাকবে : ডা: শাহাদাত
মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের শিকড় : আ জ ম নাছির উদ্দীন