বিশেষ সংবাদদাতা
১০ জানুয়ারি ২০১৮,বুধবার, ১৮:৫৮
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক মো. বেলাল উদ্দিনকে সরিয়ে দেয়া হয়েছে।
জানা গেছে, তার বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার এনবিআর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশ জারির পর থেকেই তা কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিআইসি’র মহাপরিচালক থেকে সরিয়ে তাকে এনবিআর’র ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে।
সংশ্লিষ্ট এক সূত্র জানায়, এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনবিআর চেয়ারম্যান এবং আইআরডি’র সিনিয়র সচিবকে এক চিঠিতে মো. বেলাল উদ্দিনকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য/সমমান (রিজার্ভ) পদে সংযুক্ত করার নির্দেশ দেন। এতে ১০ জানুয়ারি থেকেই কার্যকর করার নির্দেশনা দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে বেলাল উদ্দিনকে সরিয়ে দেয়া হয়েছে।