নাটোর সংবাদদাতা
০৯ জানুয়ারি ২০১৮,মঙ্গলবার, ১৬:১৭
নাটোর সদরের গাজীপুর বিল এলাকা থেকে সুমন আহমেদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন আহমেদ একই এলাকার হয়বতপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মঙ্গলবার দুপুরের দিকে গাজীপুর বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও নিহতের পরিবার জানান, সুমন গতকাল রাত ৮টার দিকে খাওয়া দাওয়া শেষে বাড়ি থেকে বের হয়। পরে সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে অনেক খোজাঁখুজি করেও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা ১২টার দিকে মাঠের মধ্যে দিয়ে শ্রমিকরা যাতায়াতের সময় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নাটোর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।