নয়া দিগন্ত অনলাইন
০৪ জানুয়ারি ২০১৮,বৃহস্পতিবার, ১৩:২৪
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কঁচাকাটায় (শৈলমারী) বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবার, দুস্থ, দরিদ্র, প্রতিবন্ধি, এতিম ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও মানবতাবাদী সংগঠন ‘সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’।
‘মানুষের পৃথিবীতে জয় হোক মানবতার’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কঁচাকাটায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় এ কার্যক্রম চালায় সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন। এবারের বন্যায় ক্ষয়ক্ষতি পাঁচ শতাধিক পরিবারের পাশাপাশি মাদ্রাসার এতিম শিক্ষার্থী এ স্থানীয় দরিদ্র প্রতিবন্ধিদের মাঝে এ বিতরণ কার্যক্রম চালায় সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান রুদীতা তাসনিম মৌ। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন, নির্বাহী সদস্য হাসান আলি সোহাগ, আল মোমেন, আরিফ উল্লাহ্, তানজিল হাওলাদার, ফয়সাল আহম্মেদ, আবু সুফিয়ান অভি, সবুজ হক, সাইফুল ইসলাম সোহেল, নাজিব মাহমুদ, স্মৃতী, ফারহান আলী প্রমুখ। সার্বিক ভাবে এ শীতবস্ত্র বিতরণ কাজে সয়হতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবক ও টিআইবির কর্মী জাহানোর রাহমান খোকন ও প্রণয়।
উল্লেখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন সার্চ ফর হিউম্যানিটি ফাউন্ডেশন প্রতিবছরই শীতবস্ত্র, ঈদে নতুন পোশাক বিতরণ, দরিদ্রদের সাথে ইফতার মাহফিলের আয়োজন ও পথশিশুদের বিনা পয়সায় শিক্ষাদান করে আসছে।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি