রাঙ্গামাটি সংবাদদাতা
০৪ জানুয়ারি ২০১৮,বৃহস্পতিবার, ০০:০০
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন গোয়াইছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফারুয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বরায় তঞ্চঙ্গ্যা আহত হয়েছেন। তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার ফারুয়া ইউনিয়নের গোয়াইছড়ি বৌদ্ধবিহার এলাকায় বিশ্বরায় তঞ্চঙ্গ্যাসহ কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। গত মঙ্গলবার রাত ৩টায় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে হামলা চালায় এবং বিশ্বরায় তঞ্চঙ্গ্যাকে গুলি করলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পায়ে গুলিবিদ্ধ হন।
বিলাইছড়ি থানার ওসি আহমেদ নাসির সত্যতা স্বীকার করে জানান, ফারুয়া ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বরায় তঞ্চঙ্গ্যা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।