নয়া দিগন্ত অনলাইন
২৫ ডিসেম্বর ২০১৭,সোমবার, ১১:০৫
পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিনস্কি দেশটির সাবেক নেতা আলবার্তো ফুজিমুরিকে রোববার ক্ষমা করে দিয়েছেন। তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে ক্ষমা করে দেয়া হয়েছে। তিনি ২৫ বছরের সাজা ভোগ করছিলেন। প্রেসিডেন্ট দফতরের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর সিনহুয়ার।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট কুজিনস্কি আলবার্তো ফুজিমুরির অনারোগ্য অসুখের কথা উল্লেখ করে মানবিক দিক বিবেচনায় তাকে ক্ষমা করে দেয়ার সিদ্ধান্ত নেন।
৭৯ বছর বয়সী ফুজিমুরির রক্তচাপ কমে যাওয়ায় শনিবার তাকে সেল থেকে হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, ক্ষমতায় থাকার সময় ফুজিমুরির নির্দেশে সৈন্যরা রাজধানী লিমার পার্শ্ববর্তী ব্যারিওস অলতোস ও ক্যানতুতায় হত্যাযজ্ঞ চালানোর দায়ে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ১৯৯১ ও ১৯৯২ সালে এ দুটি স্থানে সেনা অভিযান চালিয়ে ২৫ জনকে হত্যা করা হয়।