২১ ডিসেম্বর ২০১৭,বৃহস্পতিবার, ০০:০০
আবারো পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নেয়ার ল্যাপটপ এক্সচেঞ্জ অফার চালু করল সিস্টেম আই টেকনোলজিস লিমিটেড। নতুন বছরকে সামনে রেখে চালু হওয়া এই অফারটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে আপনার সচল পুরাতন ল্যাপটপ জমা দিয়ে যেকোনো ব্রান্ডের নতুন একটি ল্যাপটপ নিতে পারবেন। সিস্টেম আই টেকনোলজিসের ওয়েবসাইটে ল্যাপটপের তালিকা থেকে গ্রাহক নতুন ল্যাপটপ পছন্দ করতে পারবেন। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞতিতে জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সমন্বয় করা হবে। এ স¤পর্কে আরো বিস্তারিত জানা যাবে http://systemeye.net এই ঠিকানায়।