মগবাজারে গ্যাস বিস্ফোরণে দ্বগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০১৭,বৃহস্পতিবার, ০০:৫৬
রাজধানীর মগবাজার দিলু রোডের একটি সেলুনে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেনÑ ওই সেলুনের কর্মচারী সোহেল (২৬), সৈকত (৩২) ও নয়ন (২৭)। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে স্থানীয়রা।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা: পার্থ শংকর পাল জানান, সোহেলের শরীরের ১৮ শতাংশ, সৈকতের ১৫ শতাংশ ও নয়নের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা আরিফুল ইসলাম জানান, দিলু রোডের ইনসাফ বারাকা হাসপাতালের কাছে বিনোদের সেলুনের সামনে ওয়াসার কাজ চলছিল। ধারণা করা হচ্ছেÑ ওয়াসার কাজের জন্য দোকানের সামনে কোনো গ্যাস পাইপলাইন লিকেজ হয়ে ওই সেলুনের ভেতরে গ্যাস জমে যায়। ফলে রাতে যখন কাজ শেষে তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণ হয়।