নয়া দিগন্ত অনলাইন
১১ ডিসেম্বর ২০১৭,সোমবার, ১৪:৩৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭,সোমবার, ১৫:২৩
কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের দু'জনসহ চারজন নিহত হয়েছে। রোববার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দাউদকান্দির সিঙ্গুলা এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কায় দেন। এরপর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চট্টগ্রাম লোহাগড়া উপজেলার শাহাবউদ্দিন ও তার ছেলে আবু হানিফ এবং একই এলাকার নুরুল হাসান ও সাতকানিয়ার আমজাদ হোসেন মারা যায়।