ads

ঢাকা, শুক্রবার,২০ এপ্রিল ২০১৮

প্রথম পাতা

প্রধানমন্ত্রীকে ফোন জাতিসঙ্ঘ মহাসচিবের

নয়া গিন্ত ডেস্ক

২২ অক্টোবর ২০১৭,রবিবার, ০০:২৭


প্রিন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বললেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসঙ্ঘ মহাসচিব গত রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। বিডিনিউজ।
তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে টেলিফোনে প্রায় ২০ মিনিট আলোচনা করেন আন্তোনিও গুতেরেস ও শেখ হাসিনা।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে স্বভূমিতে পুনর্বাসনে মিয়ানমারের ওপর আরো চাপ প্রয়োগ করতে জাতিসঙ্ঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা সঙ্ঘট অবসানে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর তুলে ধরা পাঁচ দফা প্রস্তাব যাতে বাস্তবায়ন হয় সে জন্য গুতেরেসের সমর্থনও চান তিনি।
গত ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে দেয়া ভাষণে মিয়ানমারে উৎপীড়নের হাত থেকে রোহিঙ্গাদের রায় প্রস্তাব তুলে ধরে মানবিক এ সঙ্কট অবসানে বিশ্ব সম্প্রদায়ের ত্বরিত পদপে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫