রাজশাহীতে জামায়াত ও শিবিরের ৬ কর্মী আটক
রাজশাহী ব্যুরো
১৯ মে ২০১৭,শুক্রবার, ০০:০০
রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নগরীর রাজপাড়া, মতিহার ও শাহ মখদুম থানা পুলিশ তাদের আটক করে। মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেনÑ তোফাজ্জল হোসেন মনি, শাহজাহান, আনোয়ার হোসেন, শিবির কর্মী মাসুদ রানা, মো: রানা ও রহমত হোসেন। আটককৃতদের থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে প্রেরণ করা হয়।