হাটহাজারীতে ফতেপুর ইউপি সদস্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুন
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
১৯ মে ২০১৭,শুক্রবার, ০০:০০
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান (৩৪) দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। গত বুধবার রাতে নিজ বাড়ির পাশে তাকে খুন করা হয়। লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বেলাল উদ্দিন জানান, ইউপি মেম্বার লোকমান রাতে একটি অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে নিজ বাড়ির পাশে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে আলামত সংগ্রহ ও তদন্ত চলছে।