বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বগুড়া অফিস
১৯ মে ২০১৭,শুক্রবার, ০০:০০
বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শহরের সুবিল খালে ঘটনাটি ঘটেছে।
বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টায় সুবিল খালের পানিতে ডুবে এক শিশু নিখোঁজ হয়। এ সংবাদের ভিত্তিতে বগুড়া সার্ভিস কর্মীরা সেখানে যান। বগুড়ায় ডুবুরি না থাকার কারণে রাজশাহী থেকে ডুবুরি ডাকা হয়। রাত সাড়ে ১১টায় রাজ নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সে শহরের বৃন্দাবন দক্ষিণ পাড়ার শাহীনের ছেলে। পরে ওই খালের ভাটিতে কিশোরদহ নামক স্থানে আরেকটি শিশুর লাশ ভেসে ওঠে। তার পরিচয় পাওয়া যায়নি। দুইটি লাশই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।