ads

ঢাকা, বৃহস্পতিবার,১৯ এপ্রিল ২০১৮

শেষের পাতা

বর ছিনতাইকারী প্রেমিকা গ্রেফতার

নয়া দিগন্ত ডেস্ক

১৯ মে ২০১৭,শুক্রবার, ০০:০০


প্রিন্ট
মাথায় পিস্তল ঠেকিয়ে বিয়ের আসর থেকে বরকে তুলে নেয়া সেই প্রেমিকা গতকাল গ্রেফতার হয়েছেন। তাকে গ্রেফতার করে পুলিশ।
ভারতের উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডে গত মঙ্গলবার রাতে এক বিয়ের আসর থেকে বরকে তুলে নিয়ে যান প্রেমিকা দাবিদার ভার্সা সাহু (২৫) নামে ওই নারী। দামি ব্র্যান্ডের একটি গাড়ি নিয়ে বিয়ের আসরে ঢোকেন তিনি। তার সাথে দুই যুবকও ছিলেন। বরের মাথায় পিস্তল ঠেকিয়ে তিনি বলেন, ‘এ লোকটা আমাকে ভালোবাসেন; কিন্তু অন্য একজনকে বিয়ে করে আমার সাথে প্রতারণা করছেন। আমি এটা হতে দেবো না।’
মা ও বোনের সাথে থাকেন ভার্সা। থানায় বসে তিনি দাবি করেন, সেখানে পিস্তল নিয়ে যাননি তিনি। এটি সম্পূর্ণ বানোয়াট কথা। 
পুলিশকে তিনি বলেন, ‘ওই রাতে বর গাড়ির কাচে টোকা দিয়ে শব্দ করেন। এরপর দরজা খুললে নিজের ইচ্ছাতেই গাড়িতে ওঠেন তিনি। এ বিয়েতে রাজি ছিলেন না তিনি। ওই মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতও ছিলেন না। মেয়ের পরিবার জানত যে ছেলে অন্য একজনকে ভালোবাসেন। কিন্তু তাদের ভাষ্য, তাদের মেয়ে পরিস্থিতি সামলে নেবেন।
বান্দার পুলিশ কর্মকর্তা আর কে মিশ্রা বলেন, ‘ওই তরুণী বলছেনÑ কাজের সূত্রে তাদের পরিচয়। এরপর আট বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। ছেলে বিয়েতে রাজি ছিলেন না। তবে বর অশোক যাদব এখনো নিখোঁজ। ঘটনার পরই কনের পরিবার অপহরণের অভিযোগে মামলা করে। সূত্র : এনডিটিভি।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫