ads

ঢাকা, বৃহস্পতিবার,১৯ এপ্রিল ২০১৮

অন্যদিগন্ত

ট্রাম্পের সৌদি সফরে যে বিষয়গুলো প্রাধান্য পাবে

বিবিসি

১৯ মে ২০১৭,শুক্রবার, ০০:০০


প্রিন্ট
সৌদি আরব সফরে ৫০টিরও বেশি মুসলিম দেশের নেতার সাথে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসবাদ আর চলমান বিতর্কিত ইস্যুগুলো ট্রাম্পের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, চলতি মাসের ২৩ তারিখে ট্রাম্পের সৌদি সফরের দিনণ ঠিক হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন তিনি। 
সৌদি সরকারি সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে রিয়াদ সফরে আসবেন। একই সময়ে দেশটিতে ৫৬টি আরব এবং মুসলিম দেশের নেতারা উগ্রবাদ ও এর অর্থায়ন বন্ধের কৌশল নিয়ে এক বৈঠকে মিলিত হবেন। ট্রাম্পও থাকবেন সেই বৈঠকে। হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, এ সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামিক স্টেটের (আইএস) হুমকি মোকাবেলা, ইয়েমেনের যুদ্ধ এবং ব্যালেস্টিক পেণাস্ত্র ও লোহিত সাগরের উত্তেজনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা ও মতা গ্রহণের পর নিজেকে চরম মুসলিম বিদ্বেষী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশ জারির মাধ্যমে নিষিদ্ধ করেন ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র-প্রবেশ। তবে সৌদি সফরে ইসলাম প্রশ্নে ভাষণ দেয়ার কথাও রয়েছে তার সফরসূচিতে।
ইসলাম সম্পর্কে ভাষণ 
সৌদি আরব সফরে ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার জানিয়েছেন, মুসলিম নেতাদের ওই মধ্যাহ্নভোজেই ডোনাল্ড ট্রাম্প কট্টরবাদী মতাদর্শের বিরুদ্ধে ওই অনুপ্রেরণামূলক ভাষণ দেবেন।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫