ads

ঢাকা, শনিবার,২১ এপ্রিল ২০১৮

রাজশাহী

বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া অফিস

১৮ মে ২০১৭,বৃহস্পতিবার, ২১:৫৭


প্রিন্ট

বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শহরের সুবিল খালে ঘটনাটি ঘটে।

বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুবিল খালের পানিতে ডুবে এক শিশু নিখোঁজ হয়। এ সংবাদের ভিত্তিতে বগুড়া সার্ভিস কর্মীরা সেখানে যান। বগুড়ায় ডুবুরি না থাকার কারণে রাজশাহী থেকে ডুবুরি ডাকা হয়। রাত সাড়ে ১১টায় রাজ নামের ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সে শহরের বৃন্দাবন দক্ষিণ পাড়ার শাহীনের ছেলে। পরে ওই খালের ভাটিতে কিশোরদহ নামক স্থানে আরেকটি শিশুর লাশ ভেসে ওঠে। তার পরিচয় পাওয়া যায়নি। দুটি লাশই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫