ads

ঢাকা, বৃহস্পতিবার,১৯ এপ্রিল ২০১৮

আজকের কম্পিউটার

বাংলালিংকের ট্রাফিক আপডেট অ্যাপ রোডভাইজার

১৯ মে ২০১৭,শুক্রবার, ০০:০০


প্রিন্ট
টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক রোডভাইজার নামে মাল্টিফাংশনাল ট্রাফিক আপডেট মোবাইল অ্যাপ নিয়ে এসেছে। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ঢাকার ট্রাফিক বা যানজটের বিস্তারিত তথ্য, সেরা পথ বাছাইয়ের পরামর্শ এবং মাই প্লেসেস অপশন। এ ছাড়া অ্যাপটি দিয়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির ভিড়ের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
ঢাকার রাস্তার অবস্থা জানার পাশাপাশি অ্যাপটি দিয়ে দেশের যেকোনো স্থানে থাকা বন্ধু বা পরিবারের অনুমতিসাপেে সঠিক অবস্থান লাইভ জানতে পারবেন। বাংলালিংক গ্রাহকেরা রোডভাইজার অ্যাপটি http://roadviseor.net   বা গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।  
ট্রাফিক সম্পর্কিত সর্বশেষ তথ্য পেতে বাংলালিংক গ্রাহকদের ট্রাফিক আপডেট অ্যাপে সাবস্ক্রাইব করতে হবে। অ্যাপটি আপডেট ও ডাউনলোড করতে ডাটা চার্জ প্রযোজ্য। ট্রাফিক আপডেট অ্যাপের সাবস্ক্রিপশন মূল্য দিনে দুই টাকা (ভ্যাট, এসডি ও এসসি) প্রযোজ্য।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫