ads

ঢাকা, শনিবার,২১ এপ্রিল ২০১৮

রাজশাহী

বেড়ায় ট্রাক চাপায় নিহত-১ 

শফিউল আযম, বেড়া (পাবনা) সংবাদদাতা 

১৮ মে ২০১৭,বৃহস্পতিবার, ১২:০১


প্রিন্ট

বেড়া নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সানিলা নামকস্থানে ট্রাক চাপায় চাঁদ সরদার (৫০) নিহত এবং আয়েজুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। বেড়া থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দোমদোমা গ্রামের চাঁদ সরদার ও আয়েজুল ইসলাম রিক্সাভ্যানে করে বেড়া সিঅ্যান্ডবি বাসষ্ট্যান্ড চতুরবাজারে আসছিলেন। মহাসড়কের সানিলা নামকস্থানে পৌছামাত্র নিনজা ফিলিং ষ্টেশন থেকে আসা একটি ট্রাক (নং- যশোর ট-১১-১১৮৮) রিক্সাভ্যানটিকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত চাঁদ সরদার ও আয়েজুল ইসলামকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়ার পথে চাঁদ সরদার মারা যান। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫