সোহেল রানা
১৮ মে ২০১৭,বৃহস্পতিবার, ০০:০০
বাইরে গরম ঘরে গরম
গরম দেখি বাজারে
রোজা আসার আগেই দিনে
হয় না বাজার হাজারে।
ময়দা গরম চালও গরম
গরম ছোলা বেসনে
কম বাজারে গিন্নি গরম
কষ্ট আমার কে শোনে?
মাছও গরম মাংস গরম
গরম রসুন পেঁয়াজও
ঠাণ্ডা মাথার মানুষ দেখি
হচ্ছে গরম সে আজও!
সব গরমের মাঝে পকেট
হয় না গরম আমারটা
বলতে পারেন, চললে এমন
কেমনে যাবে সামারটা?