বিমান জাদুঘরের যয়তুন রেস্টুরেন্ট
আহমেদ ইফতেখার
১৬ মে ২০১৭,মঙ্গলবার, ০০:০০
রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনের বিপরীত পাশে বিমানবাহিনী জাদুঘরের ভেতরেই অবস্থিত যয়তুন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে প্রবেশ করতে হয় বিমানবাহিনী জাদুঘরের গেট দিয়েই। ছিমছাম পরিবেশে নিরিবিলি পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে খেতে চাইলে ঘুরে আসতে পারেন যয়তুন রেস্টুরেন্ট থেকে। হাতে সময় থাকলে বিমানবাহিনী জাদুঘরে ঘুরতে পারবেন একসাথে। যয়তুনের খাবারের বেশ সুনাম আছে। মিরপুরের আশপাশে যারা একটু ভিন্ন স্বাদ নিতে চান, তারা যয়তুনে যেতে পারেন। চিকেন ফ্রাই ৩০০ টাকা। বারবিকিউ চিকেন ও নান ৩২০ টাকা। ফ্রাইড রাইস ৩২০ টাকা। তিন পিস বারবিকিউ চিকেন ও সাথে একটি নান দিয়ে খেলে খরচ পড়বে ৩৬০ টাকা। ফ্রাইড রাইসের সাথে দুই রকমের চিকেন আইটেমসহ এক প্রকার সবজি দিয়ে প্যাকেজ খাবার খেতে পারবেন ২৯০ টাকায়। বিকলে খেতে খেতে দেখে নিতে পারবেন আগারগাঁও পুরনো এয়ারপোর্টের বর্তমান হালহকিকত। আরো বিস্তারিত জানতে চোখ রাখতে পারেন যয়তুনের ওয়েবসাইট www.zaytunbd.com I www.facebook.com/ zaytunrestaurant ফেসবুক পেজে।