ads

ঢাকা, শনিবার,২১ এপ্রিল ২০১৮

সিলেট

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০১৭,বুধবার, ১১:০৪


প্রিন্ট

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরাঞ্চলে আগাম বন্যা ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে সেখানকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। আরো ছিলেন সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ সুনামগঞ্জ ও দিরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিতরণ করেন।

প্রসঙ্গত, হাওরাঞ্চলে আগাম বন্যা ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ইতিমধ্যে বিএনপির একাধিক প্রতিনিধি দল ত্রাণ বিতরণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাওরাঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫