নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০১৭,সোমবার, ০০:০০
শরীয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বনানী শাখা নতুন ঠিকানা প্রাসাদ ট্রেড সেন্টার, মেজানিন ফোর, বাড়ি নম্বর-৬, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ এ স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী স্থানান্তরিত ভবনে শাখার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মো: মোস্তফা খায়ের, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, বনানী শাখার ব্যবস্থাপক মো: মাহমুদুর রহমান, ব্যাংকের ঢাকা মহানগরীর বিভিন্ন শাখা ব্যবস্থাপক, বিপুলসংখ্যক গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।