নয়া দিগন্ত অনলাইন
২১ এপ্রিল ২০১৭,শুক্রবার, ২২:৩৬
কিংসটনে স্বাগতিক ওয়েস্ট ই্ন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা দাপটের সাথেই করেছে পাকিস্তান। প্রথশ সেশনে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নিয়েছে পাকিস্তানি পেসাররা।
টেস্ট অভিষেকের দ্বিতীয় বলেই উইকেট পেলেন তরুণ পেসার মোহাম্মাদ আব্বাস। সেটি ছিলো দিনের দ্বিতীয় ওভার। এরপর মোহাম্মদ আমির ২টি ও ওয়াহাব রিয়াজ ১টি উইকেট নিয়েছেন। মধ্যাহ্ন বিরতির আগে স্বাগতিকরা তুলেছে মাত্র ৭১ রান।