ঝিনাইদহ সংবাদদাতা
২১ এপ্রিল ২০১৭,শুক্রবার, ২০:১২
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামে উগ্রবাদী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বাড়িটি ঘিরে রাখে তারা।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়িটির মালিক আব্দুল্লাহ। তিনি পোড়হাটি ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের জামাতা।
তিনি বলেন, ‘আমরা অনেকটাই নিশ্চিত যে এখন ওই বাসায় কেউ নেই। তবে সেখনে বিপুল পরিমাণ বিস্ফোরক আছে বলে ধারণা করছি।’