ads

ঢাকা, বৃহস্পতিবার,১৯ এপ্রিল ২০১৮

রাজনীতি

স্ববিরোধী রাজনীতি না করে সরকার থেকে পদত্যাগই শোভনীয় : এস এম এম আলম

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০১৭,শুক্রবার, ১৮:৫৩


প্রিন্ট

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম বলেছেন, স্ববিরোধী রাজনীতি না করে ইনু-মেননদের সরকার থেকে পদত্যাগ করলেই শোভনীয় হবে। কারণ তারাই একসময়ে সরকারের মন্ত্রী সভায় থেকে হেফাজত ও হাইকোর্ট প্রাঙ্গনে স্থাপিত মূর্তি ইস্যুতে বিরোধীতা করেছিলেন।

ওলামা পার্টির বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

এস এম এম আলম বলেন, বিনা ভোটে নির্বাচিত সরকারের থেকে প্রগতিশীল কথাবার্তা বেমানান।

তিনি বলেন, পাশের দেশে গরু জবাই বন্ধে যখন ব্যবস্থা গ্রহণ করা হয় তখনতো সে দেশটির ধর্মনিরপেক্ষতা অটুট থাকে। আর আমাদের দেশে আলেম ওলামাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে এম এ ডিগ্রি প্রদানে অনেকের গাত্র দাহ শুরু হয়ে যায়।

তিনি বলেন, উচ্চশিক্ষিত আলেম ওলামারাই পারেন জঙ্গীবাদের বিরুদ্ধে প্রকৃত প্রতিরোধ গড়ে তুলতে।

জাতীয় পার্টির আহবায়ক ক্বারী আবদুল হক চাদপুরীর সভাপতিত্বে মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ওলামা পার্টির এই বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ড. নুরুল আজাহার শামীম, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুস ছালাম খোকন, ক্বারী ফয়েজুল্লা, মাওলানা এম এ কাসেম প্রমুখ।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫