নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০১৭,বৃহস্পতিবার, ২০:১০
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে বিসিক কর্তৃপক্ষ ও শিল্পের মালিকদের শিল্প প্রতিষ্ঠানসমূহ স্থানান্তর করে আন্দোলনরত ট্যানারি শ্রমিকদের চাকরির নিশ্চয়তা ও ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে বাসদ সাধারণ সম্পাদক বলেন, শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহারকারী দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী ট্যানারি শিল্প ৬০ বছর আগে নারায়ণগঞ্জ থেকে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার হাজারীবাগে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ব্যবসা করে এলেও বিসিক কর্তৃপক্ষ ও মালিকেরা একটি শিল্প নগরীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলেননি। একই সাথে সরকারের নির্লিপ্ততার সুযোগ নিয়ে সেখানে ট্যানারির পানি ও বর্জ্য শোধনের উন্নত কোনো ব্যবস্থা ব্যবহার না করে শিল্প মালিকরা বুড়িগঙ্গা নদীতে বর্জ্য নিষ্কাশন করে আসছিল। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটে। ফলশ্রতিতে ঢাকা শহরের প্রাণ বুড়িগঙ্গা ও পরিবেশ রক্ষায় হাজারীবাগ থেকে হেমায়েতপুরের শিল্প নগরীতে ট্যানারি শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে এখনো পর্যাপ্ত পানি, বিদ্যুৎ, গ্যাসের সুব্যবস্থা হয়নি। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পূর্ণভাবে চালু হয়নি। শ্রমিকদের বাসস্থান, হাসপাতাল, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল-কলেজ গড়ে তোলা হয়নি। ফলে সরকার ও আদালতের নির্দেশে বন্ধ কারখানাগুলোর শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে মানবেতরভাবে জীবনযাপন করছে।