ads

ঢাকা, বৃহস্পতিবার,১৯ এপ্রিল ২০১৮

ময়মনসিংহ

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হোন : মির্জা ফখরুল

ময়মনসিংহ অফিস

১৫ এপ্রিল ২০১৭,শনিবার, ১৯:০৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৭,শনিবার, ২০:১৪


প্রিন্ট

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

আজ শনিবার ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহ হয়ে নেত্রকোনার খালিয়াজুরিতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় কয়েকটি সংবর্ধনা ও পথসভায় তিনি একথা বলেন।

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সফরসঙ্গী ছিলেন।
মির্জা ফকরুল সকাল সোয়া ৯টায় শহরের মাসকান্দা বাইপাস মোড়ে পৌঁছলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দক্ষিণ জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-সভাপতি ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ত্রিশালের উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, ফুলবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ, যুবদলের জেলা সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুদুল হকসহ দলীয় নেতাকর্মীরা মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

ব্রহ্মপুত্র নদের ব্রিজের ওপারে বিএনপি মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুবদলের জেলা সভাপতি শামীম আজাদ, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহীদুল আমীন খসরু প্রমূখ।

শম্ভুগঞ্জবাজারে দলীয় মহাসচিবকে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুর উপজেলার শ্যমগঞ্জ সংযোগ সড়ক এলাকায় বিএনপি মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাহের তালুকদার। এ সময় তাদের সাথে ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক শামছু, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, উত্তর জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক শাজাহান কবীর হীরা প্রমুখ।

এর আগে শ্যমগঞ্জের কুমুদগঞ্জ এলাকায় বিএনপি মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্মআহবায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরন। তার সাথে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫