ads

ঢাকা, শুক্রবার,২০ এপ্রিল ২০১৮

বিবিধ

ভারতীয়দের চেয়ে সুখে আছে বাংলাদেশী ও পাকিস্তানিরা

২১ মার্চ ২০১৭,মঙ্গলবার, ০৭:৪৬


প্রিন্ট

‘‌আচ্ছে দিন’‌ আসেনি ভারতবাসীর। বরং তাদের চেয়ে সুখে আছেন বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত ইরাক, সন্ত্রাসবিদ্ধ পাকিস্তান, এমনকি নেপালের নাগরিকরাও। এমনই দাবি করা হয়েছে আন্তর্জাতিক সংস্থা ‘‌সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক’‌–এর সমীক্ষায়। ১৫৫টি দেশের মধ্যে করা ওই সমীক্ষায় জানানো হচ্ছে সুখী দেশের তালিকায় ভারতের নাম ১২২ নম্বরে। চার বছর আগে ভারতীয়রা ছিলেন ১১৮ নম্বরে।
তালিকার শীর্ষে আছে নরওয়ে। গত তিনবার প্রথম স্থানে ছিল ডেনমার্ক। এবার ডেনমার্ক আছে ২ নম্বরে। তিন, চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড এবং ফিনল্যান্ড। আমেরিকা রয়েছে ১৪ নম্বরে। চীন আছে ‌৭৯ নম্বরে‌। পাকিস্তান ‌৮০,‌ নেপাল ‌৯৯‌, বাংলাদেশ ১১০‌ এবং ইরাক রয়েছে ১১৯ নম্বরে।
জিডিপি, স্বাস্থ্য, ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা এবং দুর্নীতির মাপকাঠিতে ঠিক হয় এই সমীক্ষার ফলাফল। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় কর্মক্ষেত্রে সুখকে। কারণ দিনের বেশিরভাগ সময় মানুষ এখানেই কাটান।

 

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫