নয়া দিগন্ত অনলাইন
২০ মার্চ ২০১৭,সোমবার, ১০:৫০ | আপডেট: ২০ মার্চ ২০১৭,সোমবার, ১১:০২
রাজধানীতে জাল পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট তৈরির সরঞ্জামসহ জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করেছেন র্যাব। রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়ছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রোববার মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাল পাসপোর্ট-ভিসা, জাল বিমানের টিকিট ও টিকিট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় র্যাবের মিডিয়া কার্যলয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।