আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
১৮ মার্চ ২০১৭,শনিবার, ১৪:২৬
বরিশালের আগৈলঝাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রকে টেঁটা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কুড়ালিয়া গ্রামের বিশ্বনাথ হালদারের মাছের ঘেরে রাখা নৌকায় চড়ে একই এলাকার দরিদ্র সুরেশ বাড়ৈর ছেলে ও কুড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তরুন বাড়ৈ ও তৃতীয় শ্রেণির ছাত্র অলক বাড়ৈ।
এ ঘটনায় বিশ্বনাথ হালদার ক্ষিপ্ত হয়ে টেঁটা দিয়ে তরুন বাড়ৈকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত তরুনের বাবা সুরেশ বাড়ৈ বাদী হয়ে শুক্রবার বিকেলে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান অভিযুক্ত বিশ্বনাথ হালদারকে শনিবার সকালে কুড়ালিয়া বাজার থেকে গ্রেফতার করে এস আই আমিনুল। গ্রেফতারকৃতকে গতকাল বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।