ads

ঢাকা, শুক্রবার,২০ এপ্রিল ২০১৮

আগডুম বাগডুম

সাকারিয়ার যুদ্ধ

১৮ মার্চ ২০১৭,শনিবার, ০০:০০


প্রিন্ট

তোমরা হয়তো তুরস্কের নাম শুনে থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের আগে দেশটির নাম ছিল ওসমানীয় সাম্রাজ্য। এটি এক সময় ছিল বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তি। গ্রিসসহ ইউরোপের অনেক দেশ এবং এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ ভূখণ্ড ছিল তুরস্কের অধীন।
প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪-১৯১৮) তুরস্ক পরাজিত হয়। দেশটি মূল ভূখণ্ডের বাইরে সব এলাকা হারায়। এমনকি মূল ভূখণ্ডেও বিদেশী দখলদাররা প্রবেশ করে। আনাতোলিয়ার বিরাট অংশ গ্রিস দখল করে। অথচ এই গ্রিস ছিল এক সময় তুরস্কের অধীন। তুরস্ক গ্রিসকে মূল ভূখণ্ড থেকে হটিয়ে দেয়ার জন্য কামাল পাশার নেতৃত্বে সংগ্রাম শুরু করে। সাকারিয়া নদীর তীরে গ্রিস ও তুরস্কের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। সময়কাল ২৩ আগস্ট ১৯২১ থেকে ১৩ সেপ্টেম্বর ১৯২১ সাল পর্যন্ত। এ যুদ্ধে তুর্কিরা তুলনামূলক অনেক কম সামরিক শক্তি নিয়ে গ্রিসকে হারিয়ে দেয়। গ্রিস ছিল তৎকালীন বিশ্বশক্তি ব্রিটেন ও ফ্রান্সের সামরিক সহায়তায় পুষ্ট। যুদ্ধটি সংঘটিত হয়েছিল সাকারিয়া নদী এলাকায়। তাই বিশ্ব ইতিহাসে এটি সাকারিয়ার যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধের পরে তুরস্ক শক্তি সংহত করে এবং আধুনিক রাষ্ট্রে পরিণত হয়।
তথ্যসূত্র : ওয়েসাইট

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫