শওকত আলী রতন
১৮ মার্চ ২০১৭,শনিবার, ০০:০০
ফেলে আসা দিনগুলো স্মৃতিপটে ভাসে
চেনাজানা মুখগুলো ফিরে ফিরে আসে।
ইশকুল পালানো সেইসব দিন
স্মৃতির পাতায় আজো অমলিন।
কৈশোরের দিনগুলো কত যে রঙিন
প্রজাপতির ডানার মতো ছিল স্বপ্নীল।
গ্রামের সবাই মিলে করেছি খেলা
হৈ-হুল্লোড়ে কেটে গেছে বেলা।
সোনা ঝরা দিনগুলো হারায়ে খুঁজি
ফেলে আসা দিনগুলো আসবে কী ফিরে।