বিনোদন প্রতিবেদক
১৩ মার্চ ২০১৭,সোমবার, ১৭:২৫
অনেকটা গুরুতর অসুস্থই হয়ে পড়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ও ‘অভিনয় শিল্পী সঙ্ঘ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর। গত ৮ মার্চ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতায় ফেঁসে যান কয়েকজন নাট্যপরিচালক এবং শিডিউল নিয়ে সমস্যায় পড়েন বেশ কয়েকজন শিল্পী।
কিন্তু ঊর্মিলার কিছুই করার ছিল না। যে কারণে পরিচালক ও সহকর্মীদের কাছে তার এই অনিচ্ছাকৃত কাজের জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আমার কারণে যেসব পরিচালকের কাজ ফেঁসে গেছে এবং শিল্পীদের শিডিউলের সমস্যা হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা কেউ প্লিজ আমাকে ভুল বুঝবেন না। খুব সিরিয়াস অসুস্থ না হলে আমি চেষ্টা করতাম শুটিংয়ে যেতে। কিন্তু কোনো উপায় ছিল না। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া আর বিকল্প ছিল না। আমি অতীতে কখনো কাউকেই ফাঁসাইনি। জীবনে প্রথম এমন হলো আমার ক্ষেত্রে। যাদের সমস্যা হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’