নয়া দিগন্ত অনলাইন
০৬ মার্চ ২০১৭,সোমবার, ১২:৩৭ | আপডেট: ০৬ মার্চ ২০১৭,সোমবার, ১২:৪৯
দেশের ১৪ উপজেলা ও ৪ পৌরসভায় ভোট গ্রহণ চলছে। দলীয় প্রতীকে দেশের ১৪টি উপজেলা পরিষদ ও চারটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। যেসব উপজেলায় বিভিন্ন পদে নির্বাচন চলছে সেগুলো হলো- জলঢাকা, সুজানগর, ঈশ্বরদী, বড়াইগ্রাম, হোসেনপুর, বানারীপাড়া, গৌরনদী, রাঙ্গাবালী, কলারোয়া, মোড়েলগঞ্জ, ওসমানী নগর, জগন্নাথপুর, গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর।
আর যেসব পৌরসভায় বিভিন্ন পদে নির্বাচন চলছে, সেগুলো হলো- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদ।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।