নয়া দিগন্ত অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০১৭,বৃহস্পতিবার, ১৪:০৭
এই বসন্তেই অন্য রূপে আসতে চলেছে অ্যাপেল। সংস্থার নতুন সদর দপ্তরের দরজা কর্মীদের জন্য খুলে দেয়া হবে এপ্রিল থেকেই। সংস্থার প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের জন্মদিনে তার উদ্দেশে থাকছে একটি বিশেষ উপহার সংস্থার পক্ষ থেকে। এই ঝাঁ-চকচকে সদর দপ্তরটিতে থাকবে ১০০০ আসনের একটি থিয়েটার, যার নামকরণ করা হয়েছে জোবসের নামেই- স্টিভ জোবস থিয়েটার।
সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যালিফর্নিয়ার কাপারটিনোয় সংস্থার বর্তমান অফিস থেকে ১২ হাজার কর্মীকে অ্যাপেল পার্কের নতুন দপ্তরে স্থানান্তরিত করার কাজ শুরু হবে এপ্রিল থেকেই। সব কাজ শেষ করতে সময় লাগবে অন্তত ৬ মাস।
১৭৫ একর জমির উপর তৈরি এই ক্যাম্পাসে প্রধান বিল্ডিংটি তৈরি হয়েছে ২.৮ মিলিয়ন স্ক্যোয়ার ফুট জায়গা জুড়ে। একটি বিশাল মাপের আংটির মতো দেখতে এই বাড়িটিতে ব্যবহার করা হবে নবায়নযোগ্য শক্তি।