নয়া দিগন্ত অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০১৭,রবিবার, ১৯:৫৮
আগামী দিনে এক নয়া সন্ত্রাস আসতে চলেছে। যার থাবায় এক বছরেরও কম সময়ে শেষ হয়ে যাবে তিন কোটি প্রাণ। অথচ তার আগাম কোনো প্রস্তুতিও নেই বিশ্ববাসীর। মিউনিখ সিকিওরিটি কনফারেন্সে এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্বের ধনীতম ব্যক্তি বিল গেটস।
বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে বরাবরই সোচ্চার মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা। গত ২০ বছর ধরে স্বাস্থ্য-বিষয়ক প্রচারে তিনি কোটি কোটি টাকা ঢেলেছেন। শনিবার মিউনিখ নিরাপত্তা বিষয়ক সম্মেলনে তিনি সতর্ক করলেন জৈব-সন্ত্রাস নিয়ে। বিল বলেন, 'স্বাস্থ্য-নিরাপত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তার মধ্যে যে যোগ রয়েছে তার কথা আমরা মাথায় রাখছি না। পরবর্তী মহামারীটা কোনো সন্ত্রাসীর কম্পিউটার স্ক্রিন থেকে ছড়িয়ে পড়তে পারে। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সাহায্য নিয়ে স্মলপক্স ভাইরাস বা অত্যন্ত ছোঁয়াচে ও প্রাণনাশক ফ্লু ভাইরাসের সিন্থেটিক ভার্সান বানাতে বদ্ধপরিকর।'