নাসরীন সুলতানা সিনিয়র শিক্ষক, রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, নয়াটোলা, মগবাজার, ঢাকা
১৮ ফেব্রুয়ারি ২০১৭,শনিবার, ০০:০০
সুপ্রিয় ২০১৭ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ‘অধ্যায় তৃতীয় : ক্যারিয়ার গঠনে সংযোগ স্থাপন ও আচরণ’ থেকে আরো ৫টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২১। কাঠমিস্ত্রির কাজকে কী হিসেবে বিবেচনা করা হয়?
(ক) পেশা (খ) বৃত্তি
(গ) চাকরি (ঘ) কাজ
২২। অন্য কেউ যখন কথা বলে তখন আমাদের কী করা উচিত নয়Ñ
(ক) কথা শোনা
(খ) মনোযোগ দেয়া
(গ) চুপ থাকা
(ঘ) কথা বলা
২৩। মনোভাব হতে পারেÑ
(i) ইতিবাচক (i i) নেতিবাচক
(i i i) গুণবাচক
নিজের কোনটি সঠিক?
(ক)i ও i i (খ)i ও i i i
(গ)i i ও i i i (ঘ)i, i i ও i i i
২৪। আবেগ আমাদের মনে কিসের জন্ম দেয়?
(ক) সততার
(খ) মনোভাবের
(গ) অনুভূতির
(ঘ) দৃষ্টিভঙ্গির
২৫। আইনস্টাইন আমাদেরকে কী অর্জন করতে বলেছেন?
(ক) মূল্যবোধ
(খ) পারস্পরিক বিশ্বাস
(গ) সময়ানুবর্তিতা
(ঘ) সততা
উত্তর : ২১। খ ২২। ঘ ২৩। ক ২৪। গ ২৫। ক।