ads

ঢাকা, শনিবার,২১ এপ্রিল ২০১৮

চট্টলা সংবাদ

প্রযুক্তির দ্রুত লয়ের পরিবর্তনের সাথে শিকদের খাপ খাওয়াতে হবে : ড. হারুন এ খান

চট্টগ্রাম ব্যুরো

১২ জানুয়ারি ২০১৭,বৃহস্পতিবার, ০০:০০


প্রিন্ট

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক-শিকিাদের গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) উদ্যোগে টিচিং মেথড-বিষয়ক এক সেমিনার গত সোমবার বিকেলে সিআইইউর সম্মেলন কে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যান্ডারসন স্টেট বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. হারুন এ খান। ‘টেকনোলজি ইন কাসরুম আন্ডার গ্লোবালাইজড ওয়ার্ল্ড’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিআইইউর ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিইটিএলের পরিচালক ড. মাহমুদ হাসান।
অনুষ্ঠানের প্রধান আলোচক ড. হারুন এ খান শিকদের উদ্দেশে বলেন, বর্তমান বিশে^ প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটছে। এর সাথে তাল মিলিয়ে চলা খুবই কঠিন। কিন্তু প্রযুক্তির এই দ্রুত লয়ের পরিবর্তনের সাথে শিকদের খাপ খাওয়াতেই হবে। কেননা বর্তনমান যুগের ছাত্রছাত্রীরা অনেক বেশি প্রযুক্তি সচেতন।
তিনি আরো বলেন, যে মুহূর্তে আপনি হয়তো কোনো প্রযুক্তি আয়ত্ত করছেন, সে মুহূর্তে হয়তো সেটি অপ্রচলিত হয়ে গেছে। কিন্তু এই পরিবর্তন সম্পর্কে আপনাকে অবগত থাকতেই হবে। বর্তমান বিশ্বের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে কাসরুম প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে উন্নত বিশ্বের শিকেরা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে কমিউনিকেট করছেন। তিনি সিআইইউর শিকদের পপলেট, প্রেটজি, ক্যামটেশিয়া, ক্যামটুলা, ব্ল্যাকবোর্ড প্রযুক্তি, টার্নইটইন প্রযুক্তি প্রভৃতি অত্যাধুনিক কাসরুম প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করেন।
অনুষ্ঠানে ড. হারুন এ খান সিআইইউর আন্তর্জাতিক পরামর্শক হতে সম্মত হয়েছেন বলে জানান ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। সেমিনারে উপস্থিত ছিলেন সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন ড. নুরুল আবসার নাহিদ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো: জাকির হোসেন, সিআইইউর ফিন্যান্স বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের, ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান আতিকুর রহমান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোসলেহউদ্দিন খালেদ প্রমুখ।

 

ads

 

অন্যান্য সংবাদ

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫