সো হ রা ব পা শা
০৬ জানুয়ারি ২০১৭,শুক্রবার, ০০:০০
শীত রাতে কার্ডিগানের ভেতরে তার
স্বপ্ন ভিজে যায়
কথা ফুরোলে ভেতরে মুখর গল্পের
পাখি ডানা মেলে আগুনের ফুল ফোটা
দিগন্ত পাড়ায়,
বসন্তের তুমুল ঐশ্বর্য খোঁজে পাতা ঝরাদিন
প্রতিশ্রুতি ভুলে যায় প্রেম,
ভুলে যায় জ্যোৎ¯œক্ষা পরা জলের শিশির
ফুল একবার ব্যবহৃত হলেই দাগ পড়ে যায়
কার্ডিগানে শীত বুনছে যে যুবতী আঙুল তার
চোখের বিখ্যাত ভাষা পড়ে বাড়ি ফেরা ভুলে যায়
লাজুক যুবক, কুয়াশায় ভিজে যায় তার স্বপ্নস্মৃতি
আর ভোরবেলাকার রোদের ঘ্রাণ,
শীতের কুসুম ওম জাড়িয়ে রাখে
নীল কার্ডিগান