৩১ ডিসেম্বর ২০১৬,শনিবার, ১৯:২৫
স্বাস্থ্য খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ২০১৭-২০১৮ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় কালের কণ্ঠের তৌফিক মারুফকে পুনরায় সভাপতি এবং জনকণ্ঠের নিখিল মানকিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহসভাপতি বিডিনিউজের নুরুল ইসলাম হাসিব ও চ্যানেল আই’র জান্নাতুল বাকেয়া কেকা , যুগ্ম-সম্পাদক নয়া দিগন্তের হামিম উল কবির, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদের সেবিকা দেবনাথ, অর্থ সম্পাদক আলোকিত বাংলাদেশের নেসার উদ্দিন আহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ইনকিলাবের হাসান সোহেল।
এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন শিশির মোড়ল (প্রথম আলো), পরিমল পালমা (ডেইলি স্টার), লাবনী গুহ (বৈশাখি টেলিভিশন), আয়নাল হোসেন (বনিক বার্তা), মাজেদুল নয়ন (বাংলানিউজ), রাশেদ রাব্বী (যুগান্তর) ও রাজ বংশী রায় (সমকাল)।
সভায় এছাড়াও একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।