ads

ঢাকা, শুক্রবার,২০ এপ্রিল ২০১৮

অর্থনীতি

তিতাস গ্যাসের উন্নয়নে এডিবির ১৬ কোটি ৭০ লাখ ডলার ঋন

অর্থনৈতিক প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০১৬,বৃহস্পতিবার, ১৪:২৭


প্রিন্ট

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গ্যাস খাতের উন্নয়নে ১৬ কোটি ৭০ লাখ ডলার ঋন দিচ্ছে। তিতাস গ্যাসের উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং সঞ্চালন পাইপ লাইনের ক্ষমতা সম্প্রসারনে এই অর্থ ব্যবহার করা হবে বলে এডিবি ও ইআরডি জানায়।

আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে এডিবি ও ইআরডির মধ্যে এই ঋনচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডি জানায়, ন্যাচারাল গ্যাস অবকাঠামো এবং দক্ষতা বাড়ানো প্রকল্পের আওতায় এডিবি এই ঋন সহায়তা দিচ্ছে। প্রকল্পটি ২০২২ সালে শেষ হবে। প্রকল্পের মোট ব্যয় ৪৫ কোটি ৩০ লাখ ডলার। যার মধ্যে এডিবির দেয়া ঋনের ১০ কোটি ডলার ওসিআর এবং ৬.৭ কোটি ডলার সহজ শর্তে ঋন। ৫ বছরের গ্রেসপিরিয়ডসহ মোট ২৫ বছরে এই টাকা পরিশোধযোগ্য।

ঋনের সুদ হার ২ শতাংশ এবং ওসিআর ঋনে লাইবোর। ওসিআর ঋনের অপব্যয়িত অর্থে ০.১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ ও ০.১০ শতাংশ হারে প্রিমিয়ার দিতে হবে।

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫