২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বীর কন্যা তামিমি ফিলিস্তিন

ইসরাইলের কারাগার থেকে মুক্তির পর তামিমি -

দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে অবশেষে বিজয়ী হয়েছেন ফিলিস্তিনি বীর কন্যা আহেদ আল-তামিমি। নতুন প্রজন্মের এক বীরপ্রতীক হিসেবে ফিলিস্তিনিদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ানো তামিমি আট মাসের বন্দিজীবন শেষে ইসরাইলের কারগার থেকে ২৯ জুলাই মুক্তি পেয়েছেন। জাতীয় মুক্তি আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ১৭ বছর বয়সী তামিমির মুক্তির সংবাদে ফিলিস্তিনিদের মধ্যে আনন্দের বন্যা বইছে। নিজের গ্রামে ফিরে আসার পর সবার আন্তরিকতা ও ভালোবাসায় সাহসী ও প্রতিবাদী তামিমিও চোখের অশ্রু ধরে রাখতে পারেননি; তাকে কাঁদতে দেখা গেছে। অথচ এই ছোট মেয়েটিই নিরস্ত্র হয়েও অস্ত্রের মুখোমুখি হয়েছে, সাধারণ শিশু হয়েও প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে এবং সাহসিকতা ও বীরত্বের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তামিমি মাসহ বন্দিদশা থেকে মুক্তি পেয়েই সংবাদমাধ্যম ও মানবাধিকার কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তামিমির বাবা বলেছেন, ‘তামিমির মুক্তি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমরা তাকে অনেক বেশি মিস করেছি। আমি অত্যন্ত ভয়ে ছিলাম, কারণ ইসরাইলিরা আমাদের জীবনের জন্য মায়া দেখায় না।’ তামিমি ও তার মাকে ইসরাইলি সেনারা ২০১৭ সালের ডিসেম্বর মাসে আটক করেছিল। তামিমিরি নিকটাত্মীয় ২১ বছর বয়সী ইজ আল-দীন তামিমি ইসরাইলের সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন, ১৫ বছর বয়সী মুহাম্মদ ইসরাইলের হামলায় আহত হয়েছেন। জেল-জুলুম-নির্যাতন তার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে, আরো বেশি প্রতিবাদী ও সাহসী বানিয়েছে। স্বজনরা জেলখানায় তামিমির সাথে ইসরাইলিরা কতটা খারাপ ব্যবহার করবে কিংবা কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তামিমির হবে তা ভেবে উদ্বিগ্ন ছিলেন। এখন তামিমির স্বজনরা আশা করছেন- তামিমির মাধ্যমেই বিশ্ববাসী জানতে পারবে ইসরাইলি কারাগারের প্রকৃত চিত্র, নারী বন্দীদের সাথে তাদের ব্যবহার।
ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামের আইকন প্রতিবাদী তামিমিকে নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। ‘রেডিয়েন্স অব রেসিসটেন্স’ নামের চলচ্চিত্রটি ২০১৬ সালে নির্মিত। এখানে আহেদ আল-তামিমির ১৪ বছর বয়সের গল্প বলা হয়েছে। তখন তিনি তার ৯ বছর বয়সী বান্ধবী জেনা আজাদকে নিয়ে কাজ করতেন। এই দুইজন ফিলিস্তিনির কাছে কনিষ্ঠ সাংবাদিক হিসেবেও পরিচিত। এক ঘণ্টার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন, আমেরিকান মানবাধিকার কর্মী এবং চলচ্চিত্র নির্মাতা জেসি রবার্ট। এখানে দুইজন তরুণ প্রতিবাদকারীর চোখ দিয়ে ফিলিস্তিনি-ইসরাইল দ্বন্দ্বকে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটির বর্ণনায় লেখা হয়েছে, ফিলিস্তিনি কিশোররা প্রতিদিন কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে এবং দেশটির নতুন প্রজন্ম কিভাবে নির্যাতনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ করে যাচ্ছে।
অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই হানাদার সেনাকে চড় ও লাথি দেয়ার ঘটনায় তাকে কারাগারে আটক করে রাখা হয়েছিল। থাপ্পড়ের প্রতিশোধ নিতে ইসরাইলি সেনারা মা নারীমনসহ আহেদ ও তার ২১ বছর বয়সী চাচাতো বোন নূর নাজি আল তামিমিকে গ্রেফতার করেছিল। আহেদের ব্যক্তিগত ল্যাপটপ, মোবাইল ও বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী জব্দ করেছিল। অভিযানের সময় তামিমির পরিবারের লোকজনকে সেনারা মারধর করেছিল। তারপরও দমে যাননি তামিমি, তামিমির বাবা বাসেম আল তামিমি। তামিমির মুক্তির মধ্য দিয়ে নবী সালেহ তার কন্যাকে ফিরে পেলেন, বাসেম ফিরে পেলেন স্ত্রী নরিমন ও মেয়ে আহেদকে।
ফিলিস্তিনিরা জানিয়েছেন, সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে আটক রয়েছেন। যাদের মধ্যে সাড়ে তিন শ’র বেশি শিশু। বিচারের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ১৭ বছরের এ সাহসী কিশোরী বলেছিল, ‘আমিই হানাদার সেনাদের চড়িয়েছি, লাথি দিয়েছি। অবৈধ দখলদারদের অধীনে কোনো ন্যায়বিচার হতে পারে না। একটা অবৈধ আদালতে আমাদের বিচার চলছে।’ ইসরাইলি আইনজীবী লাস্কি আইনি প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে জানিয়েছিলেন, আহেদের মতো অন্য ফিলিস্তিনি তরুণদের প্রতিবাদ ও প্রতিরোধ থেকে দূরে রাখতেই তাকে এমন শাস্তি দেয়া হয়েছে।
গত মার্চে দেশটির সামরিক আদালত তাকে আট মাসের সাজা দিয়েছিলেন। আহেদের বাবা বলেছিলেন, তার মেয়ে ১৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে। বিশেষ মূল্যায়নে ইসরাইলি কারা কর্তৃপ কারো কারা মেয়াদ কমিয়ে আনতে পারেন। কারাগারে আহেদ পড়াশোনা করে সময় কাটায় বলে জানিয়েছিলেন তার বাবা। তিনি বলেছিলেন, তামিমিকে আট মাসের কারাদণ্ড প্রদান ও ১৪০০ ডলার জরিমানা করা পুরোপুরি অবিচার। ফিলিস্তিনিদের দমন করতেই এই সাজানো বিচারের আয়োজন করা হয়েছে। তার মেয়ে স্বীকারোক্তি দিতে রাজি হয়েছে এ জন্য যে, তাকে তিন বছর কারাদণ্ড দেয়ার হুমকি দেয়া হয়েছিল।
এত আলোচিত এ ঘটনাটি হচ্ছেÑ কোঁকড়ানো ও সোনালি চুলের কিশোরী আহেদ তামিমি তাদের বাড়ির প্রবেশপথের কাছে দাঁড়ানো দুই ইসরাইলি সেনার দিকে হেঁটে এগিয়ে যান। সেনাদের কাছাকাছি গিয়ে নিজেদের বাড়ির আঙিনা ছেড়ে চলে যাওয়ার জন্য বলেন। কিন্তু ওই দুই সেনা তার কথায় কোনো কর্ণপাত না করে দাঁড়িয়ে থাকে। এরপর ওই দুই সেনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু সেনারা কোনো তোয়াক্কা না করায় এক সেনার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেন তিনি। এ দৃশ্য কেউ একজন মোবাইল ফোনের ক্যামেরা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এ ভিডিওকে ঘিরে ফিলিস্তিনি কিশোরীর বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উসকানি দেয় ইহুদিবাদী সংবাদমাধ্যমগুলো।
এটা সত্য যে, একজন আহেদের পক্ষে গোটা পৃথিবী বদলে দেয়া সম্ভব নয়। তবে আহেদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের প্রতিবাদী হওয়ার প্রয়োজন হবে। অবিচার হবে, জুলুম হবে, নারীদের ধর্ষণ করা হবে, শিশুদের হত্যা করা হবেÑ অথচ প্রতিবাদ হবে না; এটাতো হতে পারে না। আহেদ শিখিয়েছে- লড়াই হবে শান্তির জন্য, মুক্তির জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। ফিলিস্তিনিরা ভাবে আগামী প্রজন্ম হবে আহেদের মতো সাহসী-দৃঢ়চেতা। আহেদ হচ্ছে ভবিষ্যতের আশা, তার হিম্মত ও স্বপ্ন ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে। আহেদ হবে ফিলিস্তিনিদের অনুপ্রেরণার অসাধারণ উৎস, মুসলমানরা তাকে স্মরণ করবে যুগের পর যুগ। শুধু অশ্রুপাত ও প্রার্থনায় নয়, মুক্তির লড়াইয়ে নেয়া কঠিন পদক্ষেপেই হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। আহেদ আল-তামিমি থাকবে মুক্তিকামীদের হৃদয়ে আজ ও আগামীতে। তার মতো প্রতিবাদীরাই বদলে দেবে সমাজ, পরিবর্তন আনবে দেশের, এগিয়ে নেবে জাতিকে এবং নতুন পৃথিবী গড়ায় নেতৃত্ব দেবে।


আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল