২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

তাক-২

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো জানো, সাধারণত কাঠ বা তক্তা দিয়ে তাক তৈরি করা হয়। বর্তমানে প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম, বাঁশ, বেত ইত্যাদি দিয়েও তাক তৈরি করতে দেখা যায়। এমনকি মাটির তাকও তৈরি করা হয়। পাহাড়ি এলাকার মাটির ঘরের দেয়ালে মাটির তাক তৈরি করা হয়। সাধারণত শোয়ার ঘরে এ তাক বানানো হয়। ভাওয়াল ও মধুপুর গড়ের অনেক মাটির ঘরে সুন্দর মাটির তাক রয়েছে।
এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement