২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান অভিযান

-

পঁচিশ.
রাতের খাবার খাওয়ার পর লবিতে টেলিভিশন দেখতে বসল ছেলেরা। একটা ফরাসি ছবি দেখাচ্ছে। ভাষা বোঝে না। তাই মজা পেল না। শেষ পর্যন্ত দেখার ধৈর্য হলো না আর কারোই।
‘চলো, ঘুমাতে যাই,’ হাই তুলতে তুলতে বলল রেজা।
ঘরে চলে এলো ওরা। এখান থেকে পুরো শহরের অনেকটাই দেখা যায়।
‘ওই যে, মারহাবা হোটেলও দেখা যাচ্ছে,’ নেড বলল। ‘আমরা যে ঘরগুলোতে ছিলাম, সেগুলোর জানালাও দেখা যাচ্ছে।’
পোশাক বদলে শুয়ে পড়ল ওরা। একটু পরেই দমকলের গাড়ির সাইরেন শুনে লাফ দিয়ে উঠে বসল বিছানায়।
‘আগুন লাগল কোথায়?’ নেডের প্রশ্ন।
জানালা দিয়ে চোখ পড়তে চিৎকার করে উঠল ডোনাল্ড। ‘মারহাবা হোটেলে!’
ফ্লাডলাইটের আলোয় আলোকিত হয়ে গেছে হোটেলের একটা পাশ।
‘আরে, দেখো দেখো! যে জানালাটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ওই ঘরেই ছিলাম আমরা!’ রেজা বলল।

মারহাবা হোটেলে ফোন করে জানা গেল আগুনে বোমা ফাটানো হয়েছে। দুটো ঘরেই।
‘দু’জন লোক তোমাদের ঘরে ঢুকে পড়েছিল,’ ম্যানেজার জানাল। ‘খুবই দুঃখিত আমরা। তবে তোমাদের জিনিসপত্রের জন্য ভেবো না, বীমা করানো আছে...’
‘ও নিয়ে আর চিন্তা করবেন না,’ রেজা বলল। ‘আমরা আর ফিরছি না।’ রিসিভার রেখে দিলো সে।
কী ঘটেছে শুনে ডোনাল্ড বলল, ‘রেজা, বড় বাঁচা বেঁচে গেছি আমরা। ভাগ্যিস ডক্টর দিশাউকে ফোন করেছিল টিনা। নইলে এতক্ষণে আমরা পোড়া লাশ হয়ে পড়ে থাকতাম ঘরের মধ্যে।’
(চলবে)


আরো সংবাদ



premium cement