২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

গোলাপ উৎপাদনকারী দেশ

-


ছোট্ট বন্ধুরা,
তোমরা ইতোমধ্যেই জেনেছ, গোলাপকে ফুলের রানী বলে। বলতে পারো, কোন দেশের গোলাপ সবচেয়ে উৎকৃষ্ট বা আকর্ষণীয়? ইরাকের। এ দেশের বসরা এলাকার গোলাপ বিখ্যাত। একে বলে বসরাই গোলাপ।
বিশ্বের প্রায় সব দেশেই গোলাপ চাষ হয়। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাজাখস্তান, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের গোলাপ বেশ ভালো। মনে রেখো, লাল, সাদা, হলুদ, কালো ও গোলাপি রঙের গোলাপ বেশি দেখা যায়। অন্যান্য রঙের গোলাপও আছে।

 


আরো সংবাদ



premium cement