২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

বিশ.

ঘুরে তাকাল রেজা। টেনি ব্রিংহ্যামকে দেখল পলকের জন্য। রেজাকে ঘুরতে দেখেই সরে গেল লোকটা।
‘জিমি, জলদি ওর পিছু নাও,’ রেজা বলল। ‘রিড, জেরি, তোমরাও যাও।’
ছুটে বেরিয়ে গেল জিমি, জেরি ও রিড। কিউরেটরকে ধন্যবাদ দিলো রেজা।
সুজা জিজ্ঞেস করল, ‘আচ্ছা, ডেথ মাস্ক নামে কোনো মুখোশের রেকর্ড আছে আপনার রেজিস্টারে? জ্যামাইকার সৈকতে হারিয়েছিল?’
‘নামই শুনিনি ওরকম কোনো মুখোশের,’ কিউরেটর জানালেন।
সহযোগিতার জন্য কিউরেটরকে আরো একবার ধন্যবাদ দিয়ে সুজাকে নিয়ে মিউজিয়াম থেকে বেরিয়ে গেল রেজা। ব্লকের শেষ মাথায় একটা বাড়ির কোণে রিডকে দাঁড়িয়ে থাকতে দেখল। প্রায় ছুটতে ছুটতে ওর কাছে চলে এলো দু’জনে। রিড বলল, ‘জলদি চলো। রাস্তা পেরিয়ে ওপাশে চলে গেছে জেরি। জিমি কোন দিকে গেছে ও বলতে পারবে।’
ডানে ঘুরে কয়েকটা দোকানের পাশ কাটিয়ে এলো ওরা। অস্থির হয়ে পায়চারি করতে দেখল জেরিকে। ওদের দেখেই বলে উঠল জেরি, ‘টেনির পিছ ছাড়েনি জিমি। ওদিকে গেছে।’
সামান্য এগোতেই জিমিকে চোখে পড়ল ওদের। সরে যাচ্ছে একটা বড় দোকানের দিকে। এক সারিতে এগোল ওরা। জিমি যেখানে লুকিয়ে আছে, সেখানে এসে দাঁড়াল।
‘অন্য লোক দুটোও আছে,’ জিমি জানাল। ‘ওই যে রেস্টুরেন্টটা, ওটায় ঢুকেছে তিনজনে।’
(চলবে)


আরো সংবাদ



premium cement