২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা পা নে র উ প ক থা

অতি চালাকের গলায় দড়ি

-

(গত দিনের পর)
এত সহজেই মিলিয়ে গেল তার মুখের মাংসপিণ্ড? সে ভাবছে আর হেঁটে হেঁটে বাড়ি ফিরছে।
এ যেন হেঁটে চলা নয়, বৃদ্ধ ডান্স করতে করতে চলে আসছে বাড়ি।
বাড়ি পৌঁছেই দেখে তার স্ত্রী রেগে আগুন হয়ে আছে। উঠানে পা দিতেই গিন্নী বলে, কী হয়েছে তোমার অ্যাঁ? আক্কেলবুদ্ধি কি একেবারেই গেছে? সেই সকালে বেরিয়েছ। বাড়িতে এক চিলতে লাকড়ি নেই। রান্নাও হয়নি সারা দিন। বলি, সারাটা দিন পেটে কি কিছু পড়েছে। কোথায় ছিলে এতক্ষণ? গিন্নীর কথায় মুখে একটু হাসি ফুটে ওঠে বৃদ্ধের। আর তখনই তার মসৃণ চোয়ালের দিকে চোখ যায় গিন্নীর। লোকটির মসৃণ চোয়াল দেখে থতমত খেয়ে যায় গিন্নী। বলে, হায় হায়! কাকে দেখছি আমি। একি তুমি, নাকি অন্য কেউ? তোমার মুখের সেই আব গেল কই! কিভাবে কী হলো। কী করেছ তুমি? বিদঘুটে মুখটা এত সুন্দর হলো কী করে? বলো, আমাকে খুলে বলো। কী হয়েছিল তোমার? এতক্ষণ কোথায় ছিলে?
স্ত্রীর কৌতূহলে লোকটিও হেঁয়ালি শুরু করে। বলে দানবদের নাচ দেখিয়েছি। ওদের সাথে শরাব পান করেছি।
(চলবে)


আরো সংবাদ



premium cement